আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫ অদ্য, ২০ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর প্রধান কার্যালয়ে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর মধ্যে এক গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এর উপস্থিতিতে প্রতিষ্ঠানদ্বয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আস্থা লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব কর্ণেল সালাহউদ্দীন খালেদ (অবঃ) এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর মহাব্যবস্থাপক/কোম্পানী সচিব মোঃ লুৎফুল হায়দার মাসুম। এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আস্থা লাইফের সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। SHARES অর্থ নিউজ বিষয়: