ইসলামী ব্যাংকের এমডিকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) থেকে এই ছুটি কার্যকর হবে। সে সঙ্গে অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকে বিশেষ নিরীক্ষা চলছে। এ অবস্থায় রবিবার পরিচালনা পর্ষদের সভায় এমডিকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হলো। SHARES অর্থ নিউজ বিষয়: