সন্ধানী লাইফ এর বর্ষ সমাপনী-২০২৫ সফলের লক্ষ্যে দিনাজপুরে জোনাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৫ সফল করার লক্ষ্যে অদ্য শনিবার ১৫ নভেম্বর ২০২৫ দিনাজপুরে জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার এবং এসভিপি(উঃ)মোস্তফা আল কামাল।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন কোম্পানীর জেনারেল ম্যানেজার ও দিনাজপুর জোনের প্রতিনিধি ফিরোজ সরদার সাজু।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোঃ ইউনুস আলী – জিএম -সহ দিনাজপুর জোনের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ সহ প্রধান কার্যালয় এর মোঃ ফজলুর রহমান এসভিপি, মোঃ দুলালুজ্জামান আকন্দ – ভিপি, সৈয়দ তারিকুর রশিদ – ভিপি উপস্থিত ছিলেন।