রূপালী লাইফ-এর প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমানের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

খবর বিজ্ঞপ্তিঃ রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ-এর প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি সন্দ্বীপের সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কমার্স ব্যাংকসহ বহু আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

তাঁর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ প্রধান কার্যালয়ের উদ্যোগে ২০ অক্টোবর ২০২৫ তারিখ বাদ যোহর এক বিশেষ স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।